Home » অষ্টাদশ তম জারি সারি উৎসব ও মিলনমেলা এর শুভ উদ্বোধন হয়

অষ্টাদশ তম জারি সারি উৎসব ও মিলনমেলা এর শুভ উদ্বোধন হয়

by admin

তথ্য সংস্কৃতি দপ্তর, খোয়াই পুর পরিষদ এবং খোয়াই পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পূর্ণিমা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে, লোকজ সংস্কৃতির ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রয়াসে অষ্টাদশ তম জারি সারি উৎসব ও মিলনমেলা এর শুভ উদ্বোধন হয় রবিবার। প্রদীপ প্রজ্জেলন করে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফসর আলী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, শ্রীমতি মেঘা জৈন মাননীয়া মহকুমা শাসক খোয়াই সহ অন্যান্য অতিথি বৃন্দের উপস্থিতিতে উদ্বোধন হয় তিন দিনব্যাপী জারি সারি উৎসব ও মিলনমেলার। মেলার উদ্বোধন করে জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন গ্রামীন লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই জারি সাড়ি উৎসব ও মিলন মেলার আয়োজন। ১৮ বছর পূর্বে এই মেলার সূচনা হয়েছিল।। এই মেলায় বিভিন্ন জাতি ধর্মের লোকরা আসেন। মেলাস্থল হয়ে ওঠে মিলনস্থল। ভারতে বিভিন্ন জাতি ধর্ম, বর্ণ এবং ভাষাভাষী লোকের বসবাস। ১৪০ কোটি দেশবাসীর আর্থ-সামাজিক মান উন্নয়নের পাশাপাশি দেশের বর্তমান সরকার বিভিন্ন জাতি গোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি বিকাশের পথ সুগম করে দিয়েছে। সবশেষে তিনি বলেন এই ধরনের মেলার আয়োজনের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে যেমন পুনরুদ্ধার করা যাবে তেমনি বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার সুবর্ণ সুযোগ পাবে। এদিন মেলায় সরকারি দপ্তর এবং সহ সহায়ক দল গুলি বিভিন্ন স্টল খুলে বসে।

You may also like

Leave a Comment