প্রতিনিধি, বিশালগড়, 5 নভেম্বর।।
পেকুয়ারজলা
স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা পা দখল করে চন্দ্রনগর একাদশ। শনিবার বিকালে আয়োজিত ফাইনাল ম্যাচে চন্দননগর একাদশ হিরাপুর একাদশকে ২/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নেশা মুক্ত সমাজ গড়ার আহবানে গত এক মাস কাল ধরে গোলাঘাটি বিধানসভার পেকুয়ারজলা স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। শনিবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ফুটবল উপভোগ করতে কয়েক হাজার দর্শক মাঠের চারিপাশে ভিড় জমায়। টান টান উত্তেজনা পূর্ণ মেচে দুই দলই তাদের সেরা পারফরম্যান্স করে। যদিও শেষ পর্যন্ত জয়লাভ করে চন্দ্রনগর। শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি এবং প্রাইস মানি তুলে দেন অতিথিরা। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বলেন সরকার নেশা মুক্ত সমাজ গড়তে চায়। যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলায় গুরুত্ব দিতে হবে।
পেকুয়ারজলা ফুটবলে চ্যাম্পিয়ম চন্দ্রনগর
138
previous post