Home » রেশন সপে আনুষ্ঠানিকভাবে সরিষার তেল সরবরাহের সূচনা হয়।

রেশন সপে আনুষ্ঠানিকভাবে সরিষার তেল সরবরাহের সূচনা হয়।

by admin

রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো তেলিয়ামুড়া মহকুমা খাদ্য এবং জনসংবরণ দপ্তরের নিয়ন্ত্রণাধীন কল্যানপুরে আজ বিভিন্ন রেশন সপে আনুষ্ঠানিকভাবে সরিষার তেল সরবরাহের সূচনা হয়।
কল্যাণপুরের রতিয়ার রেশন সপে সরিষার তেল প্রদানের আনুষ্ঠানিক পর্বের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের তেলিয়ামুড়া মহকুমার উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী, স্থানীয় দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম রায় প্রমুখ।
গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সংশ্লিষ্ট উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন এই উদ্যোগের মধ্য দিয়ে গোটা এলাকা সহ বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক উপকার হবে। পাশাপাশি শ্রীদাস চৌধুরী দাবি করেন রাজ্য সরকার প্রতিশ্রুতি মোতাবেক প্রতিদিন সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সরিষার তেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন কল্যাণপুরের অন্যান্য একাধিক রেশন শপে সংশ্লিষ্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে দেখা গেছে।

You may also like

Leave a Comment