Home » গণবণ্ঠন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী জনগণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে।

গণবণ্ঠন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী জনগণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে।

by admin

গণবণ্ঠন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী জনগণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। বর্তমান রাজ্য সরকার রাজ্যের গরিব শ্রমিক মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সচেষ্ট রয়েছে।প্রতিদিন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে বর্তমান সরকার। রাজ্যে গণবণ্ঠন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী জনগণের হাতে তুলে দেবার উদ্যোগ নিয়েছে। শনিবার সরকারের এই উদ্যোগের অঙ্গ হিসেবে খোয়াই মহকুমার ধলাবিল ১ নং ন্যায্য মূল্যের দোকানে চাল, ডাল, কেরোসিন এবং চিনিসহ সরিষার তেল এবং পেঁয়াজ এলাকার ভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবী প্রণব দেবনাথ সহ এলাকার প্রধান এবং পঞ্চায়েতের সদস্য, সদস্যাগণ। এদিন অনুষ্ঠানের সূচনা করে খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন, পূর্বে আমরা দেখেছি চাল ডাল কেরোসিন এবং চিনি দেওয়া হত, কিন্তু ১৫ এবং ১৬ সালে বিগত সরকার জনগণকে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে চিনি দেওয়া বন্ধ করে দেয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুনরায় চিনি সহ বিভিন্ন মসলা জাতীয় সামগ্রী তুলে দেওয়া হয় ভোক্তাদের হাতে। এবার নতুন করে সরকার উদ্যোগ নিয়ে সরিষার তেল ১১৩ টাকা করে প্রদান করার উদ্যোগ নিয়েছে। তাতে সাধারণ গরিব অংশের মানুষ এবং শ্রমিক অংশের মানুষ উপকৃত হবে।

You may also like

Leave a Comment