প্রতিনিধি কৈলাসহর:আজ কৈলাসহর চিনিবাগান এলাকায় জাতীয় সড়কের উপর একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়ে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাইক চালক। প্রাপ্ত সংবাদে জানা যায় যে, কৈলাসহর গোবিন্দপুর এলাকার বাসিন্দা রবীন্দ্র মালাকারের ছেলে রাজিব মালাকার (২৮) সে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাইকম্পিউটার লিমিটেডে কর্মরত।জানা যায় আজ সন্ধ্যাবেলা চিনিবাগান এলাকায় জাতীয় সড়কের উপর TR02-G-7523 নম্বরের বাইক নিয়ে যাবার সময় উল্টো দিক থেকে আসা TR02-K-1751 গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।যার ফলে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে বাইক চালক রাজীব মালাকার।রক্তে ভেসে যায় পুরো শরীর সহ গোটা রাস্তা। পাশাপাশি বাইকটিও ভেঙ্গে দুমড়ে মুচরে যায়।স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায়।খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।গুরুতর আহত রাজীব মালাকারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা ব্যাগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়।
143