Home » গন্ডাছড়া মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন

গন্ডাছড়া মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ৫ সেপ্টেম্বর:- ৫ই সেপ্টেম্বর গোটা দেশ তথা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ৬২ তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিন মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানটি গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হয়। সেখানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডুম্বুরনগর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিএম অনিন্দ্র চক্রবর্তী, ডুম্বুরনগর ব্লক এসসি ওয়েলফেয়ার সাব কমিটির চেয়ারম্যান আদিত্য সরকার, গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায়, ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থুইসা মগ,গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহ অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা, সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, সতী চাকমা, গোপাল সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ। এদিন মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায় শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

You may also like

Leave a Comment