ধর্মনগর
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরিয়া বিশ্ববিদ্যালয় এই বিশ্ব পরিবেশ দিবস ধর্মনগর জেলা সংশোধনাগারে উদযাপন করে। জেলা সংশোধনাগারে এই দিবসটি উদযাপন কালে উপস্থিত ছিলেন জেলার ধনঞ্জয়বাবু এবং সংশোধনাগারে থাকা ৯৮ জন বিচাধীন কয়েদি । যদিও এই পরিবেশ দিবস উদযাপনে উপস্থিত থাকার কথা ছিল ধর্মনগরের মহাকুমা শাসন। অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। জেলের ভিতর কয়েদিদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের উপর এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে উপস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, জেলার এবং বিচারাধীন কয়েদিরা প্রত্যেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন । প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত এইভাবে একের পর এক সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সচেতনামূলক কর্মসূচি উদযাপন করে যাচ্ছে । এমনকি চৌঠা জুন ধর্মনগর মহকুমার রানী বাড়িতে নেশা মুক্তির উপর এলাকাবাসীদের নিয়ে অ্যাওয়ারনেস করেন। উপস্থিত ছিলেন ধর্মনগর কলেজ ইউনিট এর স্বেচ্ছাসেবীরা ।
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
122