প্রতিনিধি, তেলিয়ামুড়া,৫ই জুন।বিশ্ব পরিবেশ দিবস বেশ ঘটা করে পালিত হয় তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়ার বেশ কয়েকটি সামাজিক সংস্থা, ক্লাব, পুর পরিষদের উদ্যোগে এবং তেলিয়ামুড়া বন দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
তেলিয়ামুড়া শহরে বনেদি ক্লাব গুলির মধ্যে বুলেট ক্লাব এক অন্যতম হিসেবে পরিচিত শহরবাসীদের কাছে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসকে সামনে রেখে বুলেট ক্লাবের কর্তৃপক্ষ সারা জাগানো কর্মসূচি হাতে নিয়েছিল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বুলেট ক্লাব সংলগ্ন সর্বময়ী কালীবাড়িতে বৃক্ষ রোপন কর্মসূচির শুরু পাত হয় এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় এর হাত ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, খোয়াই জেলা বন আধিকারিক অক্সয় ভোরদে, তেলিয়ামুরা ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, বুলেট ক্লাবের নবনির্বাচিত সম্পাদক পার্থসারথি রায়, ক্লাবের সভাপতি সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রথম বৃক্ষরোপন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এই সর্বময়ী কালিবাড়ি স্থানে রকমারির বৃক্ষ রোপন করা হয় এদিনে অনুষ্ঠানে থাকা গুণীজনদের হাত ধরে। সংবাদের জানাজায়,, এই বৃক্ষরোপণ অনুষ্ঠান বুলেট ক্লাব কর্তৃপক্ষ বড় পরিসরে করে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে এবং ২২ঘড়িয়া এলাকায়।।
এছাড়াও তেলিয়ামুড়ার আরেকটি সামাজিক সংংস্থা প্রয়াসের উদ্যোগে হয় বৃক্ষ রোপণ অনুষ্ঠান। তেলিয়ামুড়া উত্তরন মার্কেট সংলগ্ন প্রাংগনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় ভোরদে, প্রয়াস সামাজিক সংস্থার সদস্য সহ অন্যান্যরা।
অন্যান্য বছরের ন্যায় এবারও তেলিয়ামুড়া অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংস্থা হিসেবে পরিচিত নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগ এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় যথাযথ মর্যাদার সাথে।
সংস্থার পক্ষ থেকে প্রগ্রেসিভ শিশুতীর্থ স্কুলে পালন করা হয় দিনটি। বিদ্যালয়ের কচিকাচা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এবং প্রকৃতি রক্ষায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া সংসার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই দিনে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রগেসিভ ইয়ুথ ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, নব চিন্তন এর সভাপতি সৌম্যদুতি দেব সহ অন্যান্যরা।সংস্থার কর্মকর্তারা জানান আগামীদিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরো কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।