প্রতিনিধি,গন্ডাছড়া 5 এপ্রিল:- গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক রমেন্দ্র রায়ের বিরুদ্ধে স্থানীয় একটি ফেসবুক পেইজে কুরুচিকর সংবাদের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন এসোসিয়েশনের অফিস গৃহে সম্পাদক রমেন্দ্র রায়-কে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সীতানাথ সাহা। তিনি জানান গত সোমবার স্থানীয় একটি ফেসবুক পেইজে গন্ডাছড়া বাজার সম্পাদক রমেন্দ্র রায়-কে নিয়ে নানান কুরুচিকর ভাষায় সংবাদ পরিবেশন করা হয়। সংবাদে বলা হয়েছে ২০২০ সালে বাঁকা পথে পেছনের দরজা দিয়ে বাজার সম্পাদকের পদে বসেন রমেন্দ্র রায়। এরপর সম্পাদক ব্যবসায়ীর উপর নানানভাবে অত্যাচার শুরু করে। দেখা গেছে মহকুমা বাইরে থেকে বাজারে আসা তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা আদায় করা থেকে শুরু করে বাজারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করা, তার ওষুধের দোকানে আসা মহিলাদের শীলতা হানি করা সহ হাজারো অভিযোগ রয়েছে সম্পাদক রমেন্দ্র রায়ের বিরুদ্ধে। তাছাড়া সম্প্রতিকালে গন্ডাছড়া বাজার সম্পাদক রমেন্দ্র রায় জনা কয়েকজনকে সাথে নিয়ে তাদের প্ররোচনায় বাজার ব্যবসায়ীদের দোকান বিটি দখল নিতে ময়দানে নেমেছেন। শুধু তাই না সম্পাদক বাবু দলের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছে। আর যেসব ব্যবসায়ী মোটা অংকের চাঁদা দিতে পারছে না তাদের দোকান বিটি দখলের হুমকি দিয়ে চলেছেন রমেন্দ্র বাবু। তিনি ভিটি মাফিয়া হিসেবেও পরিচিত। তার অত্যাচার সহ্য করতে না পেরে বাজার ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সম্পাদক কে গণধোলাই দেয়। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে গন্ডাছড়া বাজার সভাপতি উক্ত মনগড়া খবরের তীব্র নিন্দা জানিয়ে বলেন উক্ত ফেসবুক পেইজের কর্ণধার চন্দন লাল রায় আগে গন্ডাছড়া বাজার সম্পাদক ছিলেন। তিনি তার মেয়াদ কাল সম্পূর্ণ করতে পারেননি। কারন এই সময় তিনি ইচ্ছাকৃতভাবে গন্ডাছড়া বাজারে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলেন। তার এই ঘৃণ্য ষড়যন্ত্র বুঝতে পেরে ব্যবসায়ীরা তাকে সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়ে গন্ডাছড়া বাজারের ওষুধ ব্যবসায়ী রমেন্দ্র রায়ের হাতে সম্পাদকের দায়িত্ব তুলে দেন। এরপর থেকে আজ অব্দি নিষ্ঠার সাথে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। তাইতো বাজারের ৯৯ শতাংশ ব্যবসায়ী রমেন্দ্র রায়ের পক্ষে। এহেন পরিস্থিতিতে কিভাবে সম্পাদক-কে সমাজ এবং ব্যবসায়ী মহলে হেহ প্রতিপন্ন করা যায় এর জন্য বাজারের প্রাক্তন সম্পাদক চন্দলাল রায় বর্তমান সম্পাদক রমেন্দ্র রায়ের বিরুদ্ধে তাঁর ফেসবুক পেইজের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যাতে করে তিনি আবার সম্পাদকের পদে বসতে পারেন। এই লক্ষ্য-কে সামনে রেখে প্রাক্তন সম্পাদক বর্তমান সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সভাপতি এই অপপ্রচার তীব্র ভাষায় নিন্দা জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক রমেন্দ্র রায় সহ বাজার কমিটির অন্যান্য নেতৃত্বরা।
গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক রমেন্দ্র রায়ের বিরুদ্ধে স্থানীয় একটি ফেসবুক পেইজে কুরুচিকর সংবাদের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।
114