Home » মহকুমা ভিত্তিক বিজু আবা’ উদযাপন উপলক্ষে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে সভা

মহকুমা ভিত্তিক বিজু আবা’ উদযাপন উপলক্ষে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে সভা

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৪ মার্চ:- ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব বিজু উৎসব। প্রতিবছরের মতো এ বছরও মহকুমা ভিত্তিক বিজু আবা উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে বিজু আবা আয়োজন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক, রাইমাভ্যালী বিধায়িকা, মহকুমা পুলিশ আধিকারিক, বিডিও, ব্লক চেয়ারম্যান, বিজু আবা কমিটির সভাপতি জয়মনি চাকমা, সম্পাদক সুমন্ত সেন চাকমা, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান বিকাশ চাকমা, এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সভায় সফল ও সুন্দর আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাজ্যভিত্তিক বিজু মেলা ত্রিপুরার চাকমা জনজাতির ঐতিহ্যের প্রতীক। এবার ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলা ধলাই জেলার ছামনুতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মহকুমা ভিত্তিক বিজু আবা আয়োজন করা হচ্ছে, যা আগামী ২২ ও ২৩ মার্চ নারিকেল কুঞ্জ সংলগ্ন চিত্ত পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
বিজু উৎসব মূলত চাকমাদের নববর্ষ উদযাপন, যা আনন্দ, সৌহার্দ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মহকুমা ভিত্তিক বিজু আবাতে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নানা আকর্ষণীয় আয়োজন থাকবে।
বিজু আবা কমিটির সভাপতি জয়মনি চাকমা জানিয়েছেন, বৈঠকে বিজু আবাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সকল সাংস্কৃতিকপ্রেমী ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন, যাতে বিজু আবা সর্বাঙ্গীণভাবে সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে।
বিজু উৎসব শুধু আনন্দ নয়, এটি চাকমা সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। মহকুমা ভিত্তিক বিজু আবা এই সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment