প্রতিনিধি, উদয়পুর :- বর্তমান যুবসমাজকে নেশার গ্রাস থেকে দূরে রাখতে এবার প্রশাসনের উদ্যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা । এই নিয়ে শনিবার সকাল ১১ টায় উদয়পুর মহকুমা শাসকের কনফারেন্স হল ঘরে এক প্রস্তুতি কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় । এই নিয়ে উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার জানান , গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা ও সিপাহীজলা জেলা এই তিন জেলাকে নিয়ে খাদ্য দপ্তর , পরিবহন দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলেজ ভিত্তিক । এই নিয়ে হয়েছে আজ প্রস্তুতি মিটিং । মহকুমা শাসক জানান , বৈঠকে ছিলেন জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, দপ্তরের ডিরেক্টর সুমিত লোধ সহ প্রমূখ । আগামী ১১ই জানুয়ারী রাজর্ষি হলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিটি কলেজ থেকে পাঁচজনের একটি দল তৈরি করা হবে । সর্বমোট ছয়টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায় । রাজ্যের খ্যাতনামা কুইজ শিক্ষকরা পরিচালনা করবেন। যুব সমাজের মধ্যে একটি বার্তা পাঠানো হবে যাতে করে কোন গ্রাহক কোন দোকানে জিনিস কেনাকাটা করার পর কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয় । এছাড়া দুর্ঘটনার বিষয়ও সচেতনতা মূলক বার্তা দেওয়া হবে। একই সাথে নেশার উপর বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে এদিন । এছাড়া মহকুমা শাসক বলেন , এছাড়া আগামী দিনে কুমারঘাট , ঊনকোটি, ধলাই জেলা ও উত্তর জেলা নিয়ে হবে এই ধরনের আরও একটি কর্মসূচি। অন্যদিকে পশ্চিম জেলা সাথে খোয়াইকে নিয়ে যুক্ত হবে এই সচেতনতা মূলক বার্তা কর্মসূচি । গোটা কর্মসূচ এর মধ্য দিয়ে যুবসমাজকে বার্তা দেওয়ার মূল কারণ হচ্ছে নেশার কবল থেকে যাতে দূরে থাকে এবং এ ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে জ্ঞান বুদ্ধি বিকাশ পাবে এটাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য বলে জানান উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার।
14
previous post