Home » অদ্বৈত মল্লবর্মণের জন্মজয়ন্তী অনুষ্ঠানে সন্মানিত উদ্যান বিজ্ঞানী ডাঃ রতন দাস

অদ্বৈত মল্লবর্মণের জন্মজয়ন্তী অনুষ্ঠানে সন্মানিত উদ্যান বিজ্ঞানী ডাঃ রতন দাস

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি এর উদ্যান বিভাগের বিশেষজ্ঞ ডঃ রতন দাস দীর্ঘদিন ধরে উদ্যান বিভাগে গবেষণা,নতুন প্রযুক্তির সন্ধান,কৃষি সম্প্রসারণের উপর কাজ করে চলেছেন।ওনার প্রচেষ্টা কৃষক সমাজে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে এবং কৃষক মহলে সারা জাগিয়েছেন।ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ (আই. সি.এ.আর.) এর সহযোগিতায় বিভিন্ন সময় উন্নত মানের বীজ এবং অন্যান্য সামগ্রী কৃষকদের হাতে তুলে দিতে সচেষ্ট হয়েছেন।বিজ্ঞান এবং কৃষক সমাজের প্রতি উনার অবদান এবং নিরলস চেষ্টাকে মাথায় রেখে ত্রিপুরা সরকার ২রা জানুয়ারি ২০২৫ ইং ডক্টর রতন দাসকে অদ্বৈত মল্লবর্মন স্মারক সম্মান এ্যাওয়ার্ড -২০০৫ ভূষিত করেন,যা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ওনার হাতে তুলে দিয়েছেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য এবং তফশিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment