প্রতিনিধি, বিশালগড়, ৪ জানুয়ারি।। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ঘটেছে। রোগীরা পাচ্ছে চব্বিশ ঘণ্টা পরিষেবা। আউটডোর ইনডোর ইমারজেন্সি পরিষেবা প্রদান করা হচ্ছে। ব্লাড ব্যাঙ্ক চালু করেছে বর্তমান সরকার। রয়েছে সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা। মেডিসিন, চক্ষু, প্রসূতি, দন্ত, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ রয়েছে। এতে উপকৃত হচ্ছে মহকুমার নাগরিকরা। কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একাংশ। শনিবার বিশালগড় মহকুমা হাসপাতলে এক সাংবাদিক সম্মেলন ডেকে অপপ্রচারের জবাব দিয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: অরিজিৎ সিনহা বলেন একটি প্রভাতী পত্রিকায় স্বাস্থ্য আধিকারিক এবং এমওআইসি ডাঃ রাজিব সরকার এর নামে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়। এক্ষেত্রে স্থানীয় বিধায়ককে জড়ানো হয়েছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা ও পরিচালনা নিয়ে এক অসত্য সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে । হাসপাতাল আধিকারিক ও বিধায়ক সম্পর্কে টুপি পরানোর মতো নিম্নমানের ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে সংবাদে। তা অত্যন্ত নিন্দনীয়। হাসপাতালের পরিষেবা নিয়ে কিছু অযৌক্তিক তথ্য তুলে ধরা হয়েছে যেমন জেনেরিক কাউন্টারে ড্রোটিন নামক ট্যাবলেট নেই, হাসপাতালে এলডিসি স্টাফ নিয়ে ও ভুল তথ্য পরিবেশিত হয়,হাসপাতালে এমওআইসি নিয়েও বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়, এমনকি হাসপাতালে ঔষধ স্টোরের কারনে প্রতিবছর প্রচুর ঔষধ নষ্ট হচ্ছে বলে যে ভুল তথ্য পরিবেশিত হয়। সেগুলো কে অপ্রাসঙ্গিক বলে সঠিক তথ্য সাংবাদিক সন্মেলনে তুলে ধরেন। স্বাস্থ্য আধিকারিক বলেন হাসপাতালে ড্রোটিন নামক ঔষধটি আসলে একটি ব্র্যান্ডেড কোম্পানির ঔষধ। কোন ব্র্যান্ডেড কোম্পানির ঔষধ জেনারিক কাউন্টারে থাকে না। হাসপাতালে বর্তমানে ছয় জন এলডিসি স্টাফ আছে। সংবাদে চৌদ্দ জন এলডিসি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে সব ধরনের পরিষেবা প্রদান করা হয়। এমন কি ওপিডিতে আসা রোগীদের ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। হাসপাতালে এক্সরে,ইউএসজি,
এফএনএসি,পিএপি, ইত্যাদি পরীক্ষা সহ একশ এর বেশি পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয়। হাসপাতালে ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীরা তাদের নিরন্তর দায়িত্ব কর্তব্য পালন করছেন বলে বিশালগড় মহকুমা হাসপাতাল বিগত দিনে কায়াকল্প, আয়ুষ্মান পুরস্কার পেয়েছেন। কিন্তু এই হাসপাতালের সন্মান নষ্ট করতে এবং সরকারকে কালিমালিপ্ত করতে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তিনি এই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ
14
previous post