প্রতিনিধি, তেলিয়ামুড়া। ৪ঠা জানুয়ারি। শনিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধিন দক্ষিণ পুলিনপুর ভিলেজ কমিটি অফিস গৃহের নবনির্বাচিত পাকা ভবনের দ্বারো দঘাটন হয়। শনিবার এই পাকা ভবনের উৎবোধন করেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়।এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান দীপা দেব। তেলিয়ামুড়া বি.এ.সি চেয়ারম্যান ওয়ান লাল রাঙ্কল । পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর।
বিশিষ্ট সমাজসেবক অচিন্ত ভট্টাচাৰ্য ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইন্দ্রজিৎ ভৌমিক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর.ডি. তেলিয়ামুড়া ডিভিশন। তেলিয়ামুড়া ব্লকের ভিডিও বিপ্লব আচার্জি।
আজ তেলিয়ামুড়া হদ্রাই এলাকায় দক্ষিণ_পুলিনপুর_ভিলেজ_কমিটির নবনির্মিত এই পাকা ভবনের শুভ উদ্বোধন করে মূখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন – নতুন অফিস গৃহ চালু হওয়ায় এলাকাবাসী এখন সহজেই সরকারি পরিষেবা গ্রহণে আরো বেশি সুবিধা পাবেন।
এটি এলাকার উন্নয়নের একটি মাইলফলক। এই উদ্যোগ দক্ষিণ পুলিনপুর ভিলেজ কমিটির উন্নয়নে নতুন দিশা দেখাবে। বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতি রায় আরো বলেন, রাজ্য সরকার শহর এবং গ্রাম দুটির একই সাথে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। গ্রামের উন্নয়ন ত্বরান্বিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্য সরকার কি পাহাড় কি সমতল, কি গ্রাম প্রতিটি এলাকার উন্নয়ন কর্মসূচি নিচ্ছে। নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজ দক্ষিণ পুলিনপুরের সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করে।
তেলিয়ামুড়া দক্ষিণ কুলীনপুর ভিলেজ নতুন পাকা বাড়িতে কাজ শুরু করল।
19
previous post