Home » বারইগ্রাম রাধারমণ ধামের রথ নিয়ে ব্যাপক আলোড়ন ত্রিপুরার ধর্মনগর, দশদা, পানিসাগর , পেঁচারতল, পানিসাগর

বারইগ্রাম রাধারমণ ধামের রথ নিয়ে ব্যাপক আলোড়ন ত্রিপুরার ধর্মনগর, দশদা, পানিসাগর , পেঁচারতল, পানিসাগর

by admin

পানিসাগর ৩ ডিসেম্বর :  ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে বারইগ্রাম ধানের রথ ব্যাপক উৎসাহ উদ্দীপনার বরণ করেন ভক্তরা । স্থানে স্থানে রথ থামিয়ে শঙ্খ ধ্বনি উলু ধ্বনি দিয়ে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশীর্বাদ নেন ভক্তরা ।
প্রতিটি স্থানের উপচেপড়া ভিড়ে প্রভুর নাম কীর্তন করে শোভাযাত্রায় সামিল হন।
রবিবার বারইগ্রাম রাধারমণ ধাম থেকে রথ যাত্রা করে
পাথারকান্দি, ত্রিপুরার সরসপুর বাজার, কদমতলা হয়ে
কৈলাশহর ডলুগাঁও এলাকায় বিশাল বাইক মিছিল করে
প্রভুর রথ কে নিয়ে যাওয়া হয় । রাতে রথ ধর্মনগর পদ্মপুর
প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর মন্দিরে সেখানে
উপসনা হয় এতে প্রচুর ভক্তদের সমাগম হয় ।
সোমবার সকালে ধর্মনগর পদ্মপুর প্রভুর আশ্রম থেকে কামেশ্বর প্রভুর মন্দিরে এসে সেখান থেকে পেঁচারতল
প্রভুর রথ নিয়ে প্রথমে সপ্তাহ ব্যাপী নাম কীর্তন চলা
অনুষ্টানে পরিক্রমা করে স্থানীয় শিব মন্দিরে প্রভুর রথ নিয়ে যাওয়া হয় সেখানে নাম কীর্তন শেষে ফল প্রাসাদ বিতরণ করা হয়। সেখান থেকে কাঞ্চনপুর এলাকার দশদার কম্বলটিল্লা রাধারমণ সেবা সমিতির
প্রভুর মন্দিরে আয়োজিত রথ বরণ উৎসবে অংশগ্রহণ করেন বৃহত্তর কাঞ্চনপুর এলাকার ভক্তরা । সেখান থেকে
ত্রিপুরার পাহাড়ি এলাকা পরিক্রমা করে পানিসাগর প্রবাস মন্দিরে আসে । সেখানে ভক্তরা ব্যাপক উৎসাহের সঙ্গে
বিশাল বাইক ও গাড়ির মিছিল করে রথকে প্রায় পাঁচ কিলোমিটার নিয়ে আসার পর বাজার থেকে মহিলা প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রা মন্দিরে নিয়ে আসা হয়। মন্দিরে রথ বরণের পর রথের সঙ্গে আসা আশ্রমের সুদেবি
দাসী, রাধে দাস বাবাজি, সনাতন দাস বাবাজি। তাছাড়া আশ্রম পরিচালন সমিতির, সম্পাদক তরুণ চৌধুরী,রঞ্জিত রায়,শঙ্করজিৎ দাস, অরূপ রায়,পীযূষ কান্তি দাস, কৌরব দাস কে পানিসাগর আশ্রম পরিচালন কমিটির পক্ষ উত্তরীয় পরিয়ে বরণ করেন । রাতে এখানে প্রভুপাদ উপাসনা হয় প্রচুর ভক্তরা নাম কীর্তনে সামিল হন শেষে
প্রাসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার পানিসাগরে সকাল থেকে দুপুর পর্যন্ত নানা অনুষ্ঠান শেষে চূরাইবাড়ি, লোয়ারপোয়া আসে সেখানে ভক্তরা রথ বরণ করে সেখান থেকে যান মিছিল করে বাজারিছড়ায় আসার পর সেখানে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে
আশ্রমে প্রবেশ প্রবেশ করে। সেখানে প্রথমে রথে আসা রাধে দাস বাবাজি কে বরণ করা হয়,এর পর রথের
সঙ্গে থাকা অরূপ রায়, বাপ্পন পাল,পীযূষ কান্তি দাস, শুভঙ্কর মালাকার,কৌরব দাস । এর পর বাজারিছড়া
শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমের সভাপতি সম্পু পালের
পৌরহিত্য এক আলোচনা সভায় রথের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অরূপ রায়, প্রভুর জীবনী নিয়ে আলোচনা করেন সম্পূ পাল । শেষে ভক্তরা সমবেত উপসনায় সামিল হন ও প্রাসাদ বিতরণ করা হয়।
বুধবার বাজারিছড়া থেকে দোহালিয়া, বাজারঘাট, আনিপুর, রামকৃষ্ণ নগর, নিভিয়া চেরাগী হয়ে
রাতে দুল্লভছড়া থাকার পর পরের দিন হাইলাকান্দি যাত্রা করবে ।

You may also like

Leave a Comment