Home » দুঃস্থ পরিবারের পাশে থেকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য করলেন বিধায়ক ভগবান দাস

দুঃস্থ পরিবারের পাশে থেকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য করলেন বিধায়ক ভগবান দাস

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস নিজ বিধানসভা কেন্দ্রের প্রতিটি পরিবারের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন সারা বছর।সম্প্রতি পাবিয়াছড়া বিধানসভার সায়দাবাড়ি এলাকার বাসিন্দা পিঙ্কু রুদ্র পালের অকাল মৃত্যু যেন তার পরিবারে অন্ধকার নেমে এনেছে।কিছু দিন পূর্বে বিদ্যুতের পরিবাহী তারের সংস্পর্শে আসায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।প্রিয়জনের অকাল প্রয়াণে শোকে মুহ্যমান পিঙ্কু রুদ্র পালের স্ত্রী, শিশু পুত্র এবং পরিবারের সদস্যরা।এই শোকের মুহুর্তে পরিবারের পাশে থেকে আলো হাতে হাজির হলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস।আজ তিনি মৃত পিঙ্কু রুদ্র পালের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সমবেদনা জানান।শুধু কথার সহমর্মিতা নয়,তিনি নিজের বেতন ভাতা থেকে ৫০ হাজার টাকা পিঙ্কু রুদ্র পালের তিন বছরের শিশুপুত্রের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার সিদ্ধান্ত জানিয়েছেন।
বিধায়কের এই মানবিক উদ্যোগ শোকাহত পরিবারে সামান্য হলেও সান্ত্বনার পরশ বুলিয়েছে।এলাকাবাসীও বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডে খুশী প্রকাশ করেছেন।বিধায়ক ভগবান চন্দ্র দাসের এই উদারতা যেন আরেকবার প্রমাণ করে দিল, দায়িত্বশীল নেতৃত্ব কেবল কথায় নয়,কাজে প্রকাশ পায়।মানবিকতার এই দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।এর পূর্বেও মর্মান্তিক ঘটনার সময়ে শোকাহত পরিবারের পাশে থেকে মানবিক সহয়তার হাত প্রসারিত করেছেন বিধায়ক শ্রী দাস।

You may also like

Leave a Comment