আগরতলা,৩ ডিসেম্বর।। নেশার কবল থেকে যুবসমাজ কে মুক্ত করতে শান্তির প্রতীক পায়রা হতে পারে শ্রেষ্ঠ মাধ্যম।এই আহ্বান কে সামনে রেখে আজ আগরতলা পিজন ট্রাস্টের উদ্যোগে শীতকালীন পায়রা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয় আগরতলা প্রেস ক্লাবে।প্রতিবারের ন্যায় এবার ও আগরতলা এবং তার আশপাশ এলাকার পায়রা প্রেমীদের নিয়ে সম্পন্ন হয়েছিল শীতকালীন পায়রা প্রতিযোগিতা। উদ্যোক্তা আগরতলা শহরের নামী ক্লাব আগরতলা পিজন ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে এবার দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা হয় চার পায়রা উড়ান তিন পায়রা গননা যা নভেম্বর মাসের ৪,৫ এবং ৬ তারিখ অনুষ্ঠিত হয় আর দ্বিতীয় খেলাটি হয় দুই পায়রা উড়ান দুই পায়রা গননা যা ২৪,২৪ ২৬ এবং ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য এবং খেলোয়াড়দের সহযোগিতায় দুইটি খেলা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়। ক্লাব এইবার আগরতলার বাইরে পানিসাগরে ও এই প্রতিযোগিতার পরিধি বিস্তার করে। আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবী পরিতোষ সাহা, অভিভাবক স্থানীয় ব্যক্তিত্ব রহিজ মিঞা,পায়রা প্রেমী ভুপেশ দেবনাথ, দেবজিৎ সাহা,গৌতম দাস এবং সঞ্জিত দেবনাথ। প্রথমেই অতিথিদের বরণ করে নেন ট্রাস্টের সম্পাদক আলমগীড় হোসেন এবং সদস্য ছুটন দেবনাথ। এরপরে উদ্ভোদনী বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি দীপংকর দে। এরপর একে একে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। সবাই নেশার কবল থেকে যুবসমাজের উত্তরণের জন্য পায়রা পোষার উপর গুরুত্ব দেয়। বিশিষ্ট সমাজসেবী পরিতোষ সাহা বলেন পাখিদের অস্তিত্ব আজ বিপন্ন, তাই প্রত্যেকে যেন বাড়ির ছাদে কিছু খাবার এবং জল পাখিদের জন্য প্রতিদিন রাখেন।সবশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। দুইটি খেলায় প্রথম স্থান অধিকার করে জগহরিমুড়ার সমর চক্রবর্তী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ট্রাস্টের সম্পাদক আলমগীড় হোসেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রণব দে এক বিবৃতির মাধ্যমে এই সংবাদ জানান।
আগরতলা পিজন ট্রাস্টের শীতকালীন পায়রা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
by admin
written by admin
137