প্রতিনিধি খোয়াই – টমটম এবং ছোট মালবাহী গাড়ীর মোখমুখী সংঘর্ষে গুরুতর আহত চালক সহ দুই।ঘটনা খোয়াই থানার অন্তর্গত সোনাতলা এলাকায় ।ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে খোয়াই ই রিকশা শোরুম থেকে একটি টমটম বিক্রির জন্য খোয়াই থেকে তেলিয়ামুড়ার উদ্যেশে রওনা হয়, টমটমটি খোয়াই থেকে তেলিয়ামুরা যাবার পথে সোনাতলা এলাকায় গিয়ে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি মালবাহী গাড়ির সাথে মোখমুখী সংঘর্ষ হয় টমটম এবং মালবাহী গাড়ির গতি অতিরিক্ত থাকাতে টমটম এবং মালবাহী গাড়ির দুটোই রাস্তার পাশে থাকা ধান খেতে ছিটকে পড়ে যায় । এতে গুরুতর আহত হয় টমটম চালক এবং টমটমে থাকা এক আরোহী আহত দুজনের নাম খোকন রায় এবং রাম গবিন্দ দেব । পরবর্তী সময়ে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় । আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই থানার পুলিশ ক্ষতিগ্রস্ত টমটম এবং মালবাহী গাড়িটি উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায় পুলিশ। এবং মালবাহী গাড়িটি উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
144
previous post