Home » মোহনপুরে ৫০ শয্যা বিশিষ্ট সেল্টার হাউজের উদ্বোধন

মোহনপুরে ৫০ শয্যা বিশিষ্ট সেল্টার হাউজের উদ্বোধন

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুরে ৫০ অধ্যায় বিশিষ্ট সেল্টার হাউজের উদ্বোধন হয় শুক্রবার। মন্ত্রী রতন লাল নাথ ফলক উন্মোচন করে এবং পিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। মোহনপুর ব্লক সংলগ্ন এলাকায় নবনির্মিত সেটার হাউজের উদ্বোধন করে তাঁর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে কথা বললেন মন্ত্রী।
বহুদিন আগেই মোহনপুর ব্লক সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছিল সেল্টার হাউস। যাতে ৫০ জন থাকার ব্যবস্থা রয়েছে। শুক্রবার তার উদ্বোধন করে মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ আহ্বান করেন একটি সোসাইটি গঠন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক এই সেল্টার হাউজ পরিচালনা করার। যাতে করে সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হয় এই সেল্টার হাউস। তিনি আরো বলেন যারা গৃহহীন যাদের থাকার কোন ব্যবস্থা নেই এই ধরনের মানুষদের আশ্রয় দেওয়ার জন্যই এই হাউস স্থাপন করা হয়েছে। বিশেষ করে আরবান এলাকাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোহনপুর এটি স্থাপনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকাতে মোট সাতটি সেল্টার হাউস স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান রতন লাল নাথ। এদিনে এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুরের পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

You may also like

Leave a Comment