Home » সুমিত দের পরিবারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক এসে সান্তনা দিয়ে গেলেন।

সুমিত দের পরিবারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক এসে সান্তনা দিয়ে গেলেন।

by admin

ধর্মনগর প্রতিনিধি:-
উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব তুর্কিনেতা সুমিত দের আকস্মিক মৃত্যুতে রাজ্য বিজেপির জন্য একটি বিরাট ধস। সুমিত দের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আগরতলা থেকে শুক্র বার ৮.৪০. মিনিটে রেল যুগে আসেন ধর্মনগরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক । ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে তিনি সোজা চলে যান সুমিত দের বাড়িতে। প্রতিমন্ত্রী এই সফর সঙ্গী ছিলেন , উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধায়ক যাদব লাল নাথ এবং বাগবাসা মন্ডল সভাপতি সুদীপ দেব জেলা এবং মহকুমার বিভিন্ন স্তরের মন্ডলের কর্মকর্তারা। পতিমন্ত্রী এবং বিজেপি সহ অন্যান্যরা সুমিত শোকাহত পরিবারের সাথে ব্যক্তিগত আলোচনা করেন এবং তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য সুমিত দের একমাত্র ছেলে রয়েছে যে নবম শ্রেণীকে পাঠরত। প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা পুনরায় শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া সাংবাদিকদের সামনে মুখ খুলেননি।

You may also like

Leave a Comment