Home » বিষাক্ত সাপ ধরতে ব্যার্থ হয়ে হাসির খোরাক বনকর্মীরা

বিষাক্ত সাপ ধরতে ব্যার্থ হয়ে হাসির খোরাক বনকর্মীরা

by admin

ধর্মনগর প্রতিনিধি ঃ বিষাক্ত সাপ ধরতে ব্যার্থ হয়ে হাসির খোরাক বনকর্মীরা । জানা যায় শুক্রবার দুপুরে ধর্মনগর মহকুমার বাগবাসা থানাধীন আসাম রাইফেল ক্যাম্পের লাগোয়া জনৈক শুভ্রাংশু দাম এর বাড়ির লোকজনরা বিশাল আকারের একটি কালো বিষধর সাপ দেখতে পায় বাড়ির লোকজনরা। সাথে সাথে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর। কৌতহলি জনতা সাপটি কে দেখতে ভীর জমায় শুভ্রাংসু দামের বাড়িতে। খবর দেওয়া হয় বনদপ্তরে, প্রাপ্ত খবরে জানা গেছে জুরি বিটের অন্তর্গত বন কর্মীরা সাপ ধরতে শুভ্রাংশু দামের বাড়িতে গিয়ে বেশ কিছু সময় ধরে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সাপটি তারা কোন ভাবেই ধরতে সক্ষম হচ্ছিল না, ধিরে ধিরে বেশ কয়েকজন বনকর্মীরা জমা হয় সেখানটায় তারপরও কোন ভাবেই সাপ টি কে তারা ধরতে সক্ষম হয়নি। স্থানীয়দের থেকে জানা যায় বন কর্মীরা বিষধর এই সাপটি নিয়ে এমন আচরণ করছিল যে তারা কোন দিন সাপ ধরার প্রশিক্ষণ নিয়েছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। সকলের মতে বিশাল আকারের সাপটি ছিল কিং কোবরা। অবশেষে সাপটি বাড়ি পাশে জঙ্গলে চলে যায়। হাসির খোরাক হয়ে খালি হাতেই ফিরে যেতে হল বন কর্মীদের।

You may also like

Leave a Comment