
প্রতিনিধি, বিশালগড় , ।। বিধায়ক সুশান্ত দেবের অভিনব ভাবনার প্রতিফলন সরূপ শারদ সৈনিক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশালগড়ে। শারদোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা সহ কার্নিভাল প্রক্রিয়া সফল করার পেছনে যাদের ভূমিকা ছিল তাদের শারদ সৈনিক সম্মাননা প্রদান করেন বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার প্রথমবারের মতো শারদ সৈনিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশালগড় সূর্য কিরণ মিলনায়তনে। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, মহকুমা শাসন রাকেশ চক্রবর্তী সহ পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, ফায়ার সার্ভিসের আধিকারিকরা। শুরুতে আধিকারিকদের সাথে চায়ের আড্ডায় মতবিনিময় পর্বে বিশালগড়ের সার্বিক বিকাশে প্রয়োজনীয় পরামর্শ শুনেন বিধায়ক সুশান্ত দেব।
বিধায়ক সুশান্ত দেব বলেন
শারদ উৎসবের দিনগুলোতে আমরা যখন পরিবার পরিজনদের নিয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছিলাম তখন আরক্ষা প্রশাসন ব্যস্ত ছিল আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যস্ত ছিল , পূজার আগে পূর্ত দপ্তর রাস্তা সংস্কার করা যাতায়াতের সুবিধা করে দিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বিনিদ্র রাত জেগে কাজ করেছে। পুর পরিষদের ঘাট কর্মীরা মাকে বিদায় জানানোর কাজ সঠিক ভাবে করেছে। নিজেদের পরিবার পরিজনদের কাছ থেকে দূরে থেকে প্রতিটি দপ্তরের আধিকারিক এবং কর্মীরা সঠিক দিশায় কাজ করেছে বলেই শারদোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এবারের পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং নতুন করে কার্নিভাল হওয়ায় বাড়তি আনন্দ উপভোগ করে সবাই। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি বলেন উৎসবের দিনগুলোতে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার দুর্ঘটনার সংখ্যা কম ছিল। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বলেন খুব কম সময়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সাড়া জাগানো কার্নিভাল হয়েছে। আগামী বছর আরও জাঁকজমকপূর্ণ ভাবে কার্নিভাল করার পরিকল্পনা রয়েছে। সকল আধিকারিকরা বিধায়ক সুশান্ত দেবের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন কর্ম জীবনে শারদোৎসব শেষে এমন সম্মান কখনো পাইনি। সবশেষে মিলিত ভোজনে অংশ নেন উপস্থিত সবাই । সব মিলিয়ে এক ব্যাতিক্রমী সন্ধ্যা উপভোগ করেন সকল স্তরের আধিকারিকরা।