
প্রতিনিধি, বিশালগড় , ।। বেকারদের স্বনির্ভরতার দিশা দেখাতে
স্টেট ব্যাঙ্কের বিশালগড় শাখায় স্বাবলম্বন মেলার আয়োজন করা হয়। বিতরণ করা হয় ২৫ টি অটো রিকশা। শুক্রবার স্বাবলম্বন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। ছিলেন স্টেট ব্যাঙ্কের দ আধিকারিকরা। বিশালগড় স্টেট ব্যাংকের উদ্যোগে এই স্বাবলম্বন মেলায় মোট ২৫ জনের হাতে অটো রিক্সার চাবি তুলে দেওয়া হয়। বিধায়ক সুশান্ত দেব বলেন স্বাবলম্বন হওয়ার স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তা পূরণ করতে পারেনা অনেক বেকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভরশীল ভারত গড়ার ডাক দিয়েছেন। সরকারি চাকরি দিয়ে বেকার সমস্যা সমাধান সম্ভব নয়। স্বনির্ভর হওয়ার স্বপ্ন পূরণে অনেক প্রকল্প রয়েছে। বেকারদের স্বউদ্যোগী হওয়ার আহবান জানান তিনি ।
তিনি আরও বলেন বিশালগড় স্টেট ব্যাংক যাদের স্বাবলম্বন হওয়ার সুযোগ করে দিয়েছে তারা যেন সময় মতো ব্যাংকের কিস্তি পরিশোধ করে। সময়মত ঋণ পরিশোধ করলে পরবর্তী সময়ে ব্যাঙ্ক আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এদিন স্বাবলম্বন মেলায় অটো রিক্সার চাবি পেয়ে খুশি ২৫ জন বেকার যুবক ।