Home » ধর্মনগরে উত্তর জেলাভিত্তিক পারিবারিক সমস্যা নিয়ে মহিলা কমিশনের কাউন্সিলিং চলছে সার্কিট হাউসে।

ধর্মনগরে উত্তর জেলাভিত্তিক পারিবারিক সমস্যা নিয়ে মহিলা কমিশনের কাউন্সিলিং চলছে সার্কিট হাউসে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার সকাল থেকে ধর্মনগর সার্কিট হাউসে রাজ্য মহিলা কমিশনের উত্তর জেলা ভিত্তিক কাউন্সেলিং শুরু হয়েছে। মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান মোট ২৮ টি পরিবার এবার তাদের পারিবারিক সমস্যা নিয়ে সমাধানের জন্য মহিলা কমিশনের কাছে দরখাস্ত করেছে। ২৮ টি পরিবারের দুই পক্ষকে সার্কিট হাউসে হাজির করে কাউন্সিলিংয়ের কাজ চলছে। দুপুর দুইটা পর্যন্ত যতগুলি মামলা হাতে নিয়ে কাজ হয়েছে তার আশি শতাংশ সমাধান হয়ে গেছে দুই একটি মামলা আইনি পর্যায়ে পরিচালিত হয়েছে। রাত আটটা পর্যন্ত এই কাউন্সেলিং এর কাজ চলবে বলে চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান। তবে তিনি আশাবাদী যে এবারের কাউন্সেলিং এ অধিকাংশ পরিবার কেই মিলিয়ে দিতে তিনি সক্ষম হবেন। উল্লেখ্য রাজ্যে মহিলা সংক্রান্ত মামলা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় মহিলা কমিশন সর্বক্ষণ এইসব কাজের সুদাহা করতে অক্লান্ত পরিশ্রম সহকারে সমাধানের কাজ করে এগিয়ে চলেছে।

You may also like

Leave a Comment