
প্রতিনিধি, তেলিয়ামুড়া।৪ঠা জুলাই সন্তান হারা পিতা মাতার কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস। এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হল গোটা তেলিয়ামুড়া মহকুমাবাসী। জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু দুই শিশু কন্যার! ঘটনা, তেলিয়ামুড়া থানা এলাকার দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এর মানিক দেববর্মা অন্তর্গত মঙ্গলজয় পাড়া এলাকায় মঙ্গলবার সকালবেলা পৌনে দশটা নাগাদ । মৃত ওই দুই শিশু কন্যার নাম এলিসা রুপিনি (৭) পিতা বিকাশ রুপিনী এবং এমি দেববর্মা (৪ ). দারোগা দেববর্মা.
সংবাদে প্রকাশ, এদিন সকালবেলা তেলিয়ামুরা হাওয়াই বাড়ি রূপালী পাড়ার বাসিন্দা বিকাশ রূপিনীর ৪ বছর ৭ মাসের শিশুকন্যা এলিসা রুপিনি এবং দারোগা দেববর্মার ৪ বছর বয়সি শিশুকন্যা এমি দেববর্মা একসঙ্গে খেলাধুলা করছিল বাড়ির পার্শ্ববর্তী এলাকায়। খেলাধুলা করার সময় আচমকাই ঐ দুই শিশু কন্যা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ওই দুই শিশু কন্যাকে পুকুরের জল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশু কন্যা’কে মৃত বলে ঘোষণা করে। কিন্তু, তারপরেও ওই মৃত দুই শিশু কন্যার পিতা-মাতা তাদের মৃতদেহ বুকের জড়িয়ে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেও নিষ্ফল হয়ে শিশু মৃত্যুর আর্তনাদ শুরু করে। সন্তান হারা পিতা মাতার কান্নায় ভারী হয়ে উঠে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আকাশ বাতাস।
এই ঘটনার খবর চাউর হতেই গোটা মঙ্গলজয় পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিথর মরদেহ দুটি পরিবারের লোকেদের হাতে সঁপে দেওয়া হয়। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসুনকান্তি ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সেরে নেন।