
শান্তিরবাজার প্রতিনিধি : সি ডি পি ও অফিসার সঠিকভাবে অফিসে না আসায় দুরভোগ পোহাতে হচ্ছে সাধারন লোকজনদের।
ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার শান্তির বাজার ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে দুইটি সি ডি পি ও অফিস রয়েছে। এই দুই অফিসের আধিকারিকের দায়িত্বে রয়েছেন দেবাশিস রায়। তিনি প্রতিনিয়ত অফিসে না এসে বাড়ীতে বসে অফিস করেথাকেন। লোকজনেরা বিভিন্ন প্রকারের সামাজিক ভাতাথেকে শুরুকরে অন্যান্য কাজের জন্য অফিসে আসলে উনাকে খুঁজে পাননা। লোকজনেরা জানতে চাইলে শান্তির বাজার অফিস থেকে বলাহয় জোলাইবাড়ীতে রয়েছেন অপরদিকে জোলাইবাড়ী অফিসে গেলে সেখানথেকে বলাহয় শান্তির বাজার অফিসে রয়েছে। আসলে তিনি কোনো অফিসে নাথেকে বারিতে বসে থাকে সরকারি বেতন গুনছেন। বিগত কিছুদিন আগে এই অভিযোগের ভিত্তিতে জোলাইবাড়ী অফিস পরিদর্শনে যান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী অফিস পরিদর্শন করে ঘটনার সত্যত্যা খুজেপান। কিন্তু কোনো এক অঞ্জাত কারনে সি ডি পি ও অফিসের আধিকারিক দেবাশিষ রায়ের বিরুদ্ধে এখনো কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করাহয়নি। দেবাশিষ রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। দুই অফিসে লেন্ডফোনের নামকরে বিপুল পরিমানে অর্থ নয়ছয় ও বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে গ্যাসের সংযোগের নামে প্রচুর পরিমানে অর্থের নয়ছয়ের অভিযোগ উঠে আসছে। জোলাইবাড়ী ও শান্তির বাজারের লোকজনেরা চাইছে প্রসাশন যেন এইব্যাপারে তদন্তের মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহন করে । এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।