104
প্রতিনিধি কৈলাসহর:-গত ২৫শে জুন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত ভিকারাই পাড়া এলাকায় একটি সুইফট ডিজায়ার গাড়ির ধাক্কায় নিহত হয়েছিল দুজন এবং আহত হয় চারজন।জানা যায় ভিকারাই পাড়া এলাকার বাসিন্দা বিদ্যাবাগি দেববর্মা এবং নিকেন্দ্র দেববর্মা মৃত্যু ঘটেছিল ঘটনাস্থলেই।এরপর রাজ্য সরকার তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার উদ্যোগ নেয়। আজ দুপুরে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শ্রম মন্ত্রী টিংকু রায় ভিকারাই পাড়া এলাকায় গিয়ে নিহত দুই পরিবারকে চার লক্ষ টাকার চেক তুলে দেন।উনার সঙ্গে ছিলেন জেলাশাসক তড়িৎকান্তি চাকমা,কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা।