রথের ঘটনায় নিহত পরিবার গুলোতে ৪ লক্ষ টাকার চেক
প্রতিনিধি কৈলাসহর:-কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারাদের বিয়োগ ব্যাথায় পীড়িত পরিবারগুলোর সাথে আজ দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী টিংকু রায়।এক-ই সাথে মুখ্যমন্ত্রী ডাঃ সাহার পূর্ব ঘোষণা মত রাজ্যে সরকারের তরফ থেকে এই ঘটনায় নিহতদের পরিবারপ্রতি চার লক্ষ টাকার চেক প্রদান করা হয়।তার পাশাপাশি আগামীদিনেও রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন মন্ত্রী টিঙ্কু রায়।
যারা চলে গেছেন তাদের টাকা দিয়ে ফিরিয়ে আনা যাবে না,কিংবা এই অপূরনীয় ক্ষতিও কোনভাবেই পূরণ করা যাবে না।কিন্তু স্বজনহারাদের বিয়োগ ব্যাথায় এই পরিবারগুলোর যে সদস্যদের জীবন আজ প্রায় থমকে গেছে,অন্ততঃপক্ষে তাদের চলার পথে আগামীদিনে যাতে আর কোন প্রকার বাধা,কোনপ্রকার অসুবিধা কিংবা কষ্ট না আসে, একটি দায়িত্ববান সরকার হিসাবে রাজ্য প্রশাসন সেই দিকটাই খেয়াল রেখেছে। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সাহায্য যেমন করা হয়েছে ঠিক তার পাশাপাশি যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা পরিষেবার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করেছে।শুধুমাত্র রাজ্য সরকারই নয়,প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বেতন ভাতা থেকে ৫০ হাজার টাকা করে প্রতিটি নিহত পরিবার এবং আহত পরিবারে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা দিয়েছেন।২রা জুলাই রাজ্যের শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ২ নিহত পরিবারে দুই লক্ষ টাকার চেক তুলে দিয়েছে।বিধায়ক ভগবান দাস সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান যে তার ছয় মাসের বেতন ভাতা থেকে নিহত ৭টি পরিবারে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবেন এবং আহত পরিবার গুলোতে দশ হাজার টাকা করে সাহায্য করবেন।