109
প্রতিনিধি কৈলাসহর:-সকল রাজ্যবাসীর সাথে সাথে কুমারঘাট ব্লক এলাকায় উল্টো রথ যাত্রায় মর্মান্তিক দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং যারা গভীরভাবে আহত হয়েছেন তাদের সকলের জন্য বি ফিট এন্ড ফিট আদারস এর সকল সদস্যবৃন্দ সমবেদনা জ্ঞ্যাপন করে এবং নিহতদের আত্মার সদগতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ সকালে ২-মিনিট নিরবতা পালন করে।তৎসঙ্গে এই ঘটনায় কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি আহতদের সাথে দেখা করে ওদের শারীরিক খোঁজ নেওয়া হয় এবং ফল- ড্রাই ফুড ইত্যাদি খাবার জন্য সামান্য আর্থিক সহায়তা করা হয় সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি সংস্থার ফোন নম্বর রোগীর আত্মীয়দের কাছে দিয়ে আসা হয় এবং যেকোন সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।