Home » তিনদিন ধরে নিখোঁজ দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র।

তিনদিন ধরে নিখোঁজ দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র।

by admin

তিনদিন ধরে নিখোঁজ দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র। উৎকন্ঠায় গোটা পরিবার । নিখোঁজ কিশোরের নাম সুজন শুক্ল দাস। নিখোঁজ কিশোরের বাড়ি খোয়াই থানাধীন মধ্যগনকি গ্রাম পঞ্চায়েতের অধীন তবলা বাড়ি এলাকায়। সে তবলা বাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী পরুয়া ছাত্র।পরিবার সূত্রে জানা যায় যে, গত শনিবার তার পিতা অজয় শুক্ল দাসের উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তার পিতা তাকে পড়াশুনা নিয়ে সামান্য বকাবকি করেছিল। আর তাতেই সেই অভিমানী হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অজয় শুক্ল দাস পেশায় একজন রাজমিস্ত্রি । খুব কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়ে যাচ্ছেন । এইদিকে দিনভর তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তার কোন হদিস পাইনি। অন্য একটি বিশেষ সূত্রে জানা যায় যে, প্রতিবেশী এক কিশোর রজত মুন্ডার সাথে এলাকা ছেড়ে যেতে দেখে গ্রামবাসীরা। রজত মুন্ডা বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। চুরি, নেশা করা এসব ঘটনা তার নিত্যদিনের।অবশেষে রবিবার সন্ধ্যায় নিখোঁজ কিশোরের পরিবারের পক্ষ থেকে খোয়াই থানায় নিখোঁজ ডাইরি করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামলেও এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরের উদ্ধারের খবর নেই। দিন রাত চোখের জল ভাসিয়ে চলেছে নিখোঁজ কিশোরের মা। এক অজানা আতঙ্ক গ্রাস করে নিয়েছে গোটা পরিবারকে।

You may also like

Leave a Comment