প্রতিনিধি, বিশালগড় , ৩ জুলাই।। ২০১২ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে নতুন জম্পুইজলা মহকুমা পথ চলা শুরু করে। বিশালগড় মহকুমাকে খন্ডিত করে নতুন মহকুমা গঠন করা হয়েছিল। সিপাহীজলা জেলার জনজাতি অধ্যুষিত জম্পুইজলা মহকুমায় কোন সাংবাদিক ছিল না। কিন্তু বিগত কয়েকবছরে রাজ্যে বৈদ্যুতিক চ্যানেল যেমন বেড়েছে তেমনি ককবরক ভাষায় অনেকগুলো চ্যানেল হয়েছে। তাই জম্পুইজলা মহকুমার জনজাতি যুবক যুবতীরাও এই পেশায় যুক্ত হচ্ছে। বর্তমানে প্রায় ১৫ জন সাংবাদিক রয়েছে মহকুমায়। এই মহকুমার কর্মরত সাংবাদিকরা মহকুমা প্রেস ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে। সোমবার পথচলা শুরু করে জম্পুইজলা মহকুমা প্রেস ক্লাব। এদিন টাকারজলা বাজারের এক হল ঘরে মহকুমার সাংবাদিকরা বৈঠক করেন। সিপাহীজলা জেলা, বিশালগড় মহকুমা, সোনামুড়া প্রেস ক্লাবের সভাপতি সম্পাদকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মণ দেববর্মা। সর্বসম্মতিক্রমে নবগঠিত প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। জম্পুইজলা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন যথাক্রমে মঙ্গল কলই, শিবচরণ দেববর্মা, পরশমণি দেববর্মা। আগামী দিনে মহকুমার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকবে নবগঠিত জম্পুইজলা মহকুমার সাংবাদিকরা। সেই সঙ্গে শীঘ্রই নয়া প্রেস ক্লাবের রেজিষ্ট্রেশন করার পাশাপাশি একটি স্থায়ী অফিসের জন্য সরকারের নিকট দাবি জানানো হবে। সেই সঙ্গে জেলার বাকি দু’টি প্রেস ক্লাবের সঙ্গে সমন্বয় গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
109
previous post