Home » নিহত শিশুর বাড়িতে গেলেন অর্থমন্ত্রী

নিহত শিশুর বাড়িতে গেলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রবিবার দুপুরে কাকড়াবন কিশোরগঞ্জ শিলঘাটি এলাকায় নিজ বাড়ির পাশে একটি খালি জায়গাতে পাঁচজন শিশু খেলা করছিলো ।‌ আর তখন হঠাৎ মাটির পাহাড় থেকে ধস নেমে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয় । মৃত শিশুর নাম কুমারী অনিশা আক্তার । বয়স ৬ বছর । একই সাথে আহত হন সাজেদা আক্তার নামে দশ বছর বয়সী এক শিশু । বর্তমানে আহত শিশু উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে কিশোরগঞ্জ লালটিলা এলাকায় ছুটে যান ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিন অর্থমন্ত্রী মৃত শিশুর পরিবারের সাথে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে অর্থমন্ত্রী বলেন , মাটি ধসে যেভাবে শিশু মৃত্যু হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক । তিনি বলেন, গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হবে এবং সেই সাথে গোমতী জেলাশাসককে নির্দেশ দেওয়া হবে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা এবং যে সকল বিপদজনক বাড়িগুলি রয়েছে সেগুলির বিষয়ে যেন ভাবনা চিন্তা করে প্রশাসন। এদিন অর্থমন্ত্রীর সাথে ছিলেন, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন থেকে শুরু করে সংখ্যালঘু নেতা শাহ আলম মিঞা, কাকরাবন মন্ডলের মন্ডল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা । এদিন কাকরাবন সফর সেরে মন্ত্রী সোজা চলে যান মাটির ধসে চাপা পড়ে আহত হওয়া শিশু সাজেদা আক্তার কে দেখতে এটা টেপানিয়া জেলা হাসপাতাল । পরবর্তী সময়ে আহত শিশুর চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন পরিবারের সদস্যদের কাছ থেকে । আহত শিশুটির চিকিৎসার বিষয় নিয়ে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বিশ্বজিৎ পালের সাথেও কথা বলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিন যেভাবে মন্ত্রী কাকড়াবন এলাকায় ছুটে গিয়েছেন । তা দেখে কাকরাবন বাসীদের মধ্যে আলোচনার শীর্ষে চলে গিয়েছেন অর্থমন্ত্রী । জানা যায় , বিগত দিনে কাকরাবন বিধানসভা কেন্দ্রে যদি কোন ধরনের ঘটনা সংঘটিত হতো । তাহলে কোনদিন গত পঁচিশ বছরের কোন মন্ত্রীকে এভাবে ছুটে যেতে দেখতে পায়নি কাকরাবন বাসী ‌ । কিন্তু বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যেভাবে ছুটে গিয়েছেন এই গ্রামীন এলাকাটিতে । তাতে করে একদিকে গ্রামবাসীরা যেমন তাদের মনের কথা মন্ত্রীকে কাছে পেয়ে বলতে পেরেছেন অন্যদিকে রাজ্যের অর্থমন্ত্রী এই গ্রামীন এলাকায় ছুটে যাওয়ার কারণে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে এইদিন । মাটি ধসে মৃত্যু হওয়া ছোট্ট শিশুটির মৃত্যুর ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

You may also like

Leave a Comment