Home » মধুপুরে আটক ফ্যান্সি বোঝাই লরি

মধুপুরে আটক ফ্যান্সি বোঝাই লরি

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৪ জুন।। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে সিপাহীজলা জেলা পুলিশ। শনিবার গভীর রাতে বিশেষ অভিযানে ফ্যান্সিডিল বোঝাই লরি আটক করে পুলিশ। লরিটি আমতলী বাইপাস সড়ক হয়ে মধুপুর পূর্ণ সেনাপতি পাড়ায় যায়। রাত দশটায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম উৎ পেতে থাকে। অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মধুপুর থানার ওসি বিভাশ রঞ্জন দাস। রাত প্রায় ১২ টায় মধুপুরের পূর্ণ সেনাপতি পাড়ায় গাড়িটি আটক করে বিশালগড় থানার নিয়ে যায় পুলিশ।
আটক হওয়া ১২ চাকার গাড়ির নম্বর ইউপি ৭০ সিটি ৪৬১১। রবিবার সকালে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি শুরু হয়। লরিতে পশু খাদ্য ছিল। এই পশু খাদ্যের বস্তা সরাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। বেরিয়ে আসে একের পর এক কার্টুন। সর্বমোট ৩০০ কার্টুনে প্রায় ৪৮ হাজার বোতল এসকাপ উদ্ধার হয়। গাড়ির চালক অঙ্কুশ শুক্লা এবং সহ চালক রাজন সিং -কে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা রাতে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি সাংবাদিক সম্মেলন করে জানান, প্রতি কার্টুনে ১৬০ বোতল এসকাপ ছিল। মোট ৪৮ হাজার এসকাপ এর বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা বলে জানান তিনি। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি জানান প্রাথমিক ভাবে জানা গিয়েছে উত্তর প্রদেশে মাল লোড হয়েছে। এগুলো ত্রিপুরার কমলাসাগর এলাকা দিয়ে সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। পুলিশকে ফাঁকি দিতেই নেশা সামগ্রীর কার্টুনের ওপর রাখা হয়েছিল পশু খাদ্য। তিনি জানান তদন্ত শুরু হয়েছে। এই পাচার কান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You may also like

Leave a Comment