
ধর্মনগর প্রতিনিধি।
মে মাসের তিন তারিখ এবং চার তারিখ দুই দিনব্যাপী ট্রাইবেল আর্টিশিয়ান মেলার উদ্বোধন করলেন উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের ভিডিও প্রবীর মল সুই, দিল্লি থেকে আগত ট্রাইফেডের জেনারেল ম্যানেজার কর্নেল এম মেহেরা, টাইফেটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিজিৎ দত্ত এবং ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের এল রিয়াঙ। উদ্যোক্তারা জানান এটা কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ট্রাভেল ওয়েলফেয়ার এর একটি শাখা। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিরা তাদের নিজের বানানো হ্যান্ডলুম বা কারিগুড়ি জিনিসগুলি বানানোর পর সঠিক বাজার পাচ্ছে না।। টাইফয়েডের দেশে ১৫০ টি র মত বিক্রয় কেন্দ্র রয়েছে এবং বিদেশেও অনেক দেশে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাই উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের নির্মিত দ্রব্যাদি সঠিকভাবে বাজারীকরণের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। শুধুমাত্র তাই নয় তাদের প্রস্তুত করা দ্রব্যাদি আরো নিখুঁতভাবে কেমন করে বানাতে হবে তার প্রশিক্ষণ দেবে এই সংস্থা। জনজাতিকদের মান উন্নয়নে এই সংস্থা সার্বিকভাবে দ্রবাদি প্রস্তুত থেকে শুরু করে বাজারীকরণ সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই কেন্দ্রীয় সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে জনজাতিদের জন্য এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।