Home » গ্রামীণ রাস্তা পরিদর্শনে বের হলেন বিধায়ক

গ্রামীণ রাস্তা পরিদর্শনে বের হলেন বিধায়ক

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

সামনেই ভারী বর্ষা এগিয়ে আসছে রাজ্য জুড়ে । তার আগেই গ্রামীণ সড়ক পথ যে সকল এলাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সে সকল সড়ক পথ বলে যাবে খুব দ্রুত মেরামত করা হয় সে জন্য এবার ময়দানে নেমেছে বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া। পি ডব্লিউ ডি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফোটামাটি , রাজনগর , লক্ষ্মীপতি ও পিত্রা গ্রামীণ এলাকার রাস্তা গুলি পরিদর্শনে বের হন স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া। সাথে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ । যে সকল গ্রামীণ সড়ক পথগুলি খারাপ হয়ে গিয়েছে সে সকল সড়ক পথ বলে যাবে নতুন ভাবে মেরামত করা হয় বিধায়ক সে নির্দেশ দেন পিডাব্লিউই দপ্তরে আধিকারিকদের । পাশাপাশি গ্রামে পানীয় জল ও সেচ কাজে ব্যবহৃত জল সঠিকভাবে আসছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন তিনি । পাশাপাশি গ্রামে আরো সৌর বিদ্যুৎ পরিচালিত বৈদ্যুতিক আলো আরো বেশি করে বসানো যায় কিনা তা নিয়েও আলোচনা হয় গ্রামের প্রধানদের সাথে । গ্রামীন এলাকায় সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে । সেজন্য গ্রামের রাস্তাঘাট যাতে সন্ধ্যার পর থেকে আলোকময় হয়ে থাকে সেজন্য সৌর বিদ্যুৎ পরিচালিত বৈদ্যুতিক আলো বসানো নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানান বিধায়ক। এইদিকে ফোটামাটি , লক্ষ্মীপতি এই গ্রামগুলির পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর জল বর্ষাকালে অনেকটাই বেড়ে যায় । এর ফলে নদীর পাড়ে ভাঙ্গন ধরতে শুরু করে । গোমতী নদীর ভাঙ্গন রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক রামপদ জমাতিয়া । ভর দুপুরে সূর্যের গরমকে মাথায় নিয়ে যেভাবে বিধায়ক গ্রামীণ এলাকার নানা সমস্যা সমাধান করার জন্য ময়দানে নেমেছে বিগত দিনে গত ২৫ বছরে এই ধরনের চিত্র এই সকল গ্রামীন এলাকায় গ্রামের সাধারণ মানুষ দেখতে পাইনি বলে জানা যায় । যা বর্তমান আইপিএফটি – বিজেপি জোট সরকারের আমলে এক ব্যতিক্রম চিত্র এই সকল গ্রামের সাধারণ মানুষ দেখতে পেয়েছে । বিধায়ক যেভাবে মাঠে নেমে গ্রামীন এলাকার সমস্যা কথা শুনছেন গ্রামবাসীদের কাছ থেকে তা দেখে গ্রামের বুদ্ধিজীবী মহল সন্তুষ্ট ব্যক্ত করেছেন ।

You may also like

Leave a Comment