
প্রতিনিধি, উদয়পুর:-
অন্যান্য বছরের ন্যায় এবারও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জন্মদিন পালন করলো জয়দীপ পোদ্দার। এবছর জন্মদিন উপলক্ষ্যে উদয়পুর পূর্ব গকুলপুর স্থিত সাধনা দয়াময় সেবাশ্রম পরিচালিত বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে মিষ্টি বিতরন ও দুপুরের আহারের আয়োজন করে নিজের জন্মদিন পালন করলেন সমাজসেবী জয়দীপ পোদ্দার। জন্মদিন উপলক্ষ্যে বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধা মায়েদের পা ছুঁয়ে প্রনাম করে আশীর্বাদ নেন জয়দীপ। এদিন তাঁর এই উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমের মায়েরা। উল্লেখ্য, প্রতি বছরই জন্মদিনে নিজ উদ্যোগে রক্তদান শিবির করা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে সে। এইবারও তার ব্যতিক্রম নয়। এইবছর নিজের জন্মদিনে সাধনা দয়াময় সেবাশ্রম পরিচালিত বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে মিষ্টি বিতরন সহ তাদেরকে দুপুরে আহারের আয়োজন করে আশীর্বাদ নেন জয়দীপ পোদ্দার। উল্লেখ্য, জন্মদিন সহ বছরের প্রতিনিয়তই ব্যক্তিগত উদ্যোগে ও অবিভক্ত দক্ষিন জেলার অন্যতম সামাজিক সংস্থা হেল্পিং হ্যান্ডস সোসাইটির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকে জয়দীপ পোদ্দার।