
প্রতিনিধি, উদয়পুর :-
ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকাল সাড়ে এগারোটা উদয়পুর গোমতী জিলা পরিষদের কনফারেন্স হল ঘরে । প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনার বর্ণালী গোস্বামী । এছাড়া উপস্থিত ছিলেন , গোমতি জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, কাকাবাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীতেন্দ্র মজুমদার , সহ জিলা পরিষদের অন্যান্য সদস্যরা । অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্য মহিলা কমিশনার বর্ণালী গোস্বামী বলেন, বর্তমান সমাজে বহু পরিবার রয়েছে যে সকল পরিবারে নীরবে মহিলা ও শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে । যারা নির্যাতিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই মুখ খুলতে নারাজ । কেন তারা নির্যাতিত হচ্ছে সেসব সমস্যার শিকড়ে গিয়ে সে মূল সমস্যাটাই বের করে এনে রাজ্য সরকারের কাছে এক রিপোর্ট দেওয়া হবে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে । পাশাপাশি সেই সকল সমস্যাগুলি নিরসনে রাজ্য মহিলা কমিশনার সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছে গোটা রাজ্য জুড়ে । এদিন সচেতনতা সভাকে কেন্দ্র করে বিভিন্ন সেলফের গ্রুপ , বিভিন্ন থানার পুলিশ অফিসার, জনপ্রতিনিধি ও পৌর এলাকার ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সভায় অংশগ্রহণ করেন ।