Home » সিপাহীজলা জেলায় ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার চালু

সিপাহীজলা জেলায় ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার চালু

by admin

প্রতিনিধি, বিশালগড়,।। সরকার পৌঁছে যাচ্ছে জনতার দুয়ারে। প্রয়োজনীয় কাগজপত্রের জন্য প্রশাসনের দুয়ারে ঘুরতে হয় নাগরিকদের। এবার সেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এখন আর ভোটার পরিচয় পত্র, রেশন কার্ড, পিআরটিসি এমনকি আধার লিঙ্কে ব্যাঙ্কের টাকা লেনদেন সহ বিভিন্ন সরকারী কাগজপত্র করার জন্য মহকুমা শাসকের অফিস বা জেলা শাসকের অফিসে ছুটে যেতে হবে না। ‘ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার’-এর গাড়ি পৌঁছে যাবে জনতার দুয়ারে। বাঁচবে সময় এবং অর্থ। বুধবার সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে দু’টি ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মন্ত্রী টিংকু রায়, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ড. বিশাল কুমার এই মহতি কার্যক্রমে অংশ নেন। দুটি মোবাইল ভ্যান পরিচালনার দায়িত্ব সামলাবে নারীশক্তি। দুই নারীর হাতে ভ্যানের চাবি তুলে দেন অতিথিরা। মহিলারা ত্রিপুরা গ্রামীণ জীবীকা মিশনের মাধ্যমে এই প্রশিক্ষণ নিয়েছেন।
এই মোবাইল ভ্যানের মাধ্যমে জনসাধারণ হাতের কাছে পেয়ে যাবেন সরকারি সুযোগ সুবিধা। তেমনি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শুধু সময় অর্থ এবং হয়রানির ভয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাগজপত্র করেনা। এরফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই সকল নাগরিকদের প্রয়োজনীয় সার্টিফিকেট, ভোটার পরিচয়পত্র ইত্যাদি কাগজপত্র এখন ঘরে বসেই পেয়ে যাবে। টিআরএলএম এর জেলা কোঅর্ডিনেটর সুজিত বণিক জানান জেলার জম্পুইজলা এবং চড়িলাম ব্লকে দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টারের ভ্যান। এগুলো গোটা জেলায় ঘুরে পরিষদে প্রদান করবে। এদিন মন্ত্রী টিংকু রায়ের পৌরহিত্যে সিপাহীজলা জেলার উন্নয়ন মূলক কাজকর্মের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আধিকারিকদের আন্তরিকতার ছাপ রাখার কথা বলেন তিনি। মন্ত্রী টিংকু রায় বলেন চাকরি জীবনে মানুষের জন্য এমন কিছু কাজ করে যান যাতে তা আপনার সারাজীবনের স্মৃতি হয়ে থাকে। মানুষ যাতে আপনাকে মনে রাখে।

You may also like

Leave a Comment