টলিউডের সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় কেরিয়ারের তুলনায় তাঁর ব্যক্তিগত জীবনই বেশি প্রচার পায়। অভিনেত্রীর বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো— নজরদারি সবের উপরই। আড়াল করার চেষ্টা করলেও ঠিক জনসমক্ষে চলেই আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন। রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের পর, তাঁর জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে আসেন অভিরূপ নাগ চৌধুরী। রুবির লাগোয়া এক আবাসনে পরস্পরের প্রতিবেশী শ্রাবন্তী-অভিরূপ। সেই থেকেই আলাপ, পরিচয়, প্রেমের গুঞ্জন। একাধিক বার, একাধিক জায়গায় দেখা গিয়েছে তাঁদের। একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। অভিরূপের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নায়িকার। শোনা যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁদের। কিন্তু ডিসেম্বরের শুরুতেই অন্য রূপে দেখা গেল অভিরূপ-শ্রাবন্তীকে। অভিনেত্রীর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিরূপ জানালেন ‘ধন্যবাদ’।
130
previous post
ছত্তীসগঢ়ে সংরক্ষণ বাড়িয়ে ৭৬% করল কংগ্রেস
next post