Home » ত্রিপুরায় বিদ্যুৎ উন্নয়নে নতুন দিগন্ত : রতন লাল নাথ

ত্রিপুরায় বিদ্যুৎ উন্নয়নে নতুন দিগন্ত : রতন লাল নাথ

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- ত্রিপুরায় বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। গত সাত বছরে সৌরশক্তি থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আগামী দুই বছরে সৌরশক্তি থেকে আরও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার ধলাই জেলার মনু বাজার সংলগ্ন জাতীয় সড়কের ধারে নির্মিত ১৩২ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধনে এসে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন—বিদ্যুৎ পরিষেবা সবার জন্য, তাই ফ্রি নয়, চুরি কেন? বিদ্যুৎ ব্যবহারে সততা দেখাতে হবে, গাফিলতি বরদাস্ত করা হবে না। দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে সাবস্টেশনের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক শম্ভু লাল চাকমা, সমাজসেবী সঞ্জিত দেববর্মা এবং বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। জানা গেছে, ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রায় ৪৪ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর এই সাবস্টেশন গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে সরাসরি উপকৃত হবেন প্রায় ২১ হাজার ৫৫৪ জন গ্রাহক।
মন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দেন, বিদ্যুতের উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার অবিরাম চেষ্টা চালাচ্ছে। তবে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সাবস্টেশন চালু হওয়ায় ধলাই জেলার বিদ্যুৎ সমস্যার যথেষ্ট সমাধান হবে।

You may also like

Leave a Comment