প্রতিনিধি ধর্মনগর,, সোমবার দুপুরেআনুমানিক একটা নাগাদ সোনার ও বাসা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথ এর বাড়ি ফাঁকা পেয়ে চোরের দলন হানা দিয়ে নগদ টাকা সহ কিছু সোনা রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। সুরজিৎ নাথ কর্মসূত্রে ছিলেন বাড়ির বাইরে ছিলেন আর উনার স্ত্রী ছিলেন বাড়ির বাইরে । সেই সুযোগে চোরের দল হানা দেয় বাড়িতে। সুরজিৎ নাথ ধর্মনগর থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানান। তৎক্ষণাৎ ধর্মনগর থানার পুলিশ সুরজিৎ এর বাড়িতে ছুটে যায় এবং তদন্ত শুরু করে এর পরিপেক্ষিতে দুপুর দুইটা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে দুইজন চোরকে আটক করে। মধ্যে একজন হল জমির উদ্দিন বয়স 18 অপর জনের নাম হলো আব্দুল বাঁচিত বয়স ৩৪ উভয়রি বাড়ি আসামের বারিগ্রাম এলাকায়। পুলিশ তাদেরকে আটক করার পর চোরের কাছ থেকে জানতে পারে যে তারা তিন জন মিলে চুরি করেছে অপরজনের নাম হল রাজু দাস তার বাড়িও আসামে।
আটক করার পর তাদের কাছ থেকে পুলিশ নগদ ছয় হাজার টাকা সহ কিছু সোনা রুপার অলংকার উদ্ধার করেছে।
যে সমস্ত জিনিস পুলিশ উদ্ধার করেছে চোরের কাছ থেকে তার সবকিছুই সুরজিৎ নাথের বলে স্বীকার করেছে সুরজিৎ নাথ। কিন্তু গলার চেইন উদ্ধার হয়নি। ১৫০০০ টাকার মধ্যে মাত্র ৬ হাজার টাকা পুলিশ উদ্ধার করেতে পেরেছে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে বাকি জিনিসগুলি রাজু দাস নিয়ে পালিয়ে গেছে যদিও তাকে ধরার জন্য পুলিশ জাল বিছিয়েছে রাজু দাস কে আটক করতে পারলেই বাকি জিনিসগুলো উদ্ধার হয়ে যাবে।এখন বর্তমানে পুলিশতদন্ত চালিয়ে যাচ্ছে।
ধর্মনগরে চুরি হওয়ার কিছুক্ষণের মধ্যে ধরা পড়লো চোর।
132