Home » বিশ্ব দিব্যাঙ্গ দিবসে চলন সামগ্রী ও শ্রবন যন্ত্র বিতরন কৈলাসহর ডিডিআরসি তে

বিশ্ব দিব্যাঙ্গ দিবসে চলন সামগ্রী ও শ্রবন যন্ত্র বিতরন কৈলাসহর ডিডিআরসি তে

by admin

 প্রতিনিধি কৈলাসহর:-শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই আজ ৩রা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গন দিবস উপলক্ষে ডিডিআরসি কৈলাসহর,জেলা শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ডিডিআরসি প্রাঙ্গনে আলোচনা চক্র এবং চলন সামগ্রী- শ্রবণ যন্ত্র সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এবছর বিশ্ব দিব্যাঙ্গ দিবসের থিম হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্থায়ী ভবিষ্যতের জন্য দিব্যাংঙ্গ ব্যক্তিদের নেতৃত্ব বৃদ্ধি করা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।অনুষ্ঠানের সভানেত্রী হিসেবে ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অর্ঘ্য সাহা,জেলা পরিষদ সদস্য শ্যামল দাস,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাকমা,জেলা পরিদর্শক সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বিদ্যাসাগর দেববর্মা,জেলা শিক্ষাধিকারীক প্রশান্ত ক্লিকদার,সুরজিৎ পাল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট দিব্বাং সেল,কৈলাসহর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিডিআরও ডিডিআরসি ডঃ কিষান দেববর্মা।সকল বক্তারাই আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে।অনুষ্ঠানের উদ্বোধক তথা জেলা সভাধিপতি ওনার উদ্বোধনী ভাষনে বলেন উনার সন্তান দিব্যেঙ্গ ছিলেন।২১ বছর বয়সে সে মারা যায়। তারা হচ্ছে দেবতার অংশ।তাদের সেবা করলে পূন্য প্রাপ্তি হয়।তাদের আশীর্বাদ আমাদের ব্যাক্তি জীবনে কার্যকরী হয়।উনি তখন উনার সন্তানের জন্যে একটি হুইল চেয়ার সংগ্রহ করতে হলে আগরতলায় ছুটে যেতেন।আজ সরকারি সহযোগিতায় প্রতিটি জেলায় এবং জেলার প্রতিটি গ্রামীণ এলাকায় হুইল চেয়ার,ট্রাই সাইকেল,হিয়ারিং এডস,টিএল এম কিট,স্মার্ট ক্যান,এলবো ইত্যাদি সরকারি উদ্যোগে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে কয়েক শতাধিক দিব্যাঙ্গদের। এছাড়াও দিব্যঙ্গ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঊনকোটি জেলায় ভালো ফলাফল করেছে।এমন ১০ জনকে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ১০০০ এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের দেড় হাজার টাকা ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে দিব্যঙ্গ ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।অনন্যা দাস,সাইনা বেগম এবং পিনাকী মালাকারের হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।আজকের অনুষ্ঠানে দিব্যঙ্গ ভাই-বোনেরা ছাড়াও আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি প্রায় ৫ শতাধিক ছাড়িয়ে গেছে।

You may also like

Leave a Comment