Home » সাব্রুম কলেজ প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী

সাব্রুম কলেজ প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী

by admin

সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের জাতীয় সেবা প্রকল্পের(এনএসএস) উদ্যোগে আজ এক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ এনএসএস ইউনিটের অভিযোজিত বিবেকানন্দ পল্লী ও দমদমা গ্রামপঞ্চায়েতের প্রধান মিনতী দাস ও প্রসেনজিৎ দাস, গ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দসহ এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক অরূপ পাটারী, সেচ্ছাসেবকসহ ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। প্রতিনিয়ত প্লাস্টিক পদার্থের ব্যবহার, পলিথিন ব্যাগ, কসমেটিক, গৃহস্থলির প্লাস্টিক, বানিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পন্যের ব্যবহার যা “অবিয়োজন যোগ্য পদার্থ” পরিবেশে দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্লাস্টিক এমন
এক রাসায়নিক পলিমার যা প্রকৃতিতে বিয়োজন বা কারখানায় পুনপ্রক্রিয়াকরন করতে প্রচুর সময় লাগে। তাই
প্লাস্টিক ব্যবহার ও বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। আমাদের অসচেতনতাই প্লাস্টিক দূষণের মূল কারণ। আলোচনায় বলেন এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক অরূপ পাটারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ড.অনুপম গুহ। তিনি বলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিভিন্ন বাঁধা নিষেধ থাকা সত্ত্বেও নিত্যদিনের কাজে আমরা পলিব্যাগসহ প্লাস্টিকের তৈরি বিভিন্ন সামগ্রি ব্যবহার করছি, তদুপরি বাড়ি ঘরের বিভিন্ন অর্বজনাসহ যেখানে সেখানে নিক্ষেপ করছি, ফলস্বরূপ নালা নর্দমা ভরাট হয়ে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করছে। সচেতনতার অভাবে দূষণ বেড়েই চলেছে। যেহেতু প্লাস্টিক অপচ্য পদার্থ, তাই সৃষ্টির পর পুনচক্রায়ণ না হওয়া পর্যন্ত এটি পরিবেশে অবস্থান করে, প্রতিনিয়ত খাদ্যচক্রে ঢুকে পড়ছে, যা আগামী দিনে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি উপস্থিত সকলকে প্লাস্টিক ব্যবহার না করার আবেদন করেন। ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিক ফ্রি করার আবেদন করেন। উপস্থিত গ্রামবাসীসহ সকলকে ধীরে ধীরে সচেতনতার মাধ্যমে প্লাস্টিক বর্জনের আবেদন করেন। বর্তমানে বায়োডিগ্রেডেবল পদার্থের ব্যবহার হচ্ছে। সচেতনতাই সভ্য সমাজের একমাত্র অবলম্বন। সানু দাস, এনএসএস স্বেচ্ছাসেবক স্বাগত আলোচনা এবং সকলকে গুরুত্ব অনুধাবন করার অনুরোধ করে।অনুষ্ঠানের শেষে এনএসএস সেচ্ছাসেবকরা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন লিফলেট বিলি করে।

You may also like

Leave a Comment