
প্রতিনিধি, বিশালগড় ।। সিপাহীজলায় বনভোজন করতে গিয়ে দুই পক্ষের মারামারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় রক্তাক্ত হয়েছে দুই জন। আক্রান্তরা মামলা দায়ের করেছে বিশালগড় থানায়। ঘটনায় একজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। বর্ষবরণের দিনে বনভোজনপ্রেমীরা ভিড় জমান রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সিপাহীজলায়। জানা গেছে নববর্ষের প্রথম দিনে গোপিনগর থেকে সিপাহীজলায় বনভোজন করতে যান দেবাশীষ ভৌমিক সহ তার বন্ধুরা। সোমবার সন্ধ্যায় বনভোজন সেরে বাড়ি ফেরার পথে অপর বনভোজনকারীদের হামলার শিকার হয় তারা। উক্ত ঘটনায় রক্তাক্ত হয় দুইজন। কর্তব্যরত পুলিশ দৌড়ে গিয়ে আক্রমণকারী মধুপুরের জামাল মিয়াকে আটক করে। বাকি আক্রমণকারীরা পালিয়ে যায় । আক্রান্ত বনভোজনকারীরা হলেন গোপি নগরের দেবাশীষ ভৌমিক ও আশীষ দাস। আক্রান্তরা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। জানা গিয়েছে বনভোজনকারীরা মদমত্ত অবস্থায় ছিলেন। বনভোজন চলাকালীন কথা-কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে। এর জেরে বিকালে ফিরার পথে মারপিটে জড়িয়ে পড়ে।