Home » মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে মাতাবাড়ি জাতীয় সড়কে নাকা পয়েন্ট দেয় ট্রাফিক

মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে মাতাবাড়ি জাতীয় সড়কে নাকা পয়েন্ট দেয় ট্রাফিক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুর মাতাবাড়ি বাইপাস জাতীয় সড়কটি বর্তমানে মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে । প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় যান দুর্ঘটনা । গত কয়েকদিনে সাতটি দুর্ঘটনা ঘটেছে এই জাতীয় সড়কে । এরমধ্যে চন্দ্রপুর কলোনি এক যুবকের মৃত্যু পর্যন্ত ঘটে । অনেকের অভিমত রাস্তাটি সম্পূর্ণ সোজা হওয়ার কারণে বাইক ও যান বাহনের গতি অনেকটাই বেড়ে যায় এই সড়কের উপর । প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ার কারণে চিন্তাই পরে উদয়পুর ট্রাফিক দপ্তর। গতকাল রাতে উদয়পুর মাতারবাড়ি জাতীয় সড়কে বসানো হয়েছে বেরিগেট । রাস্তার মাঝে দেওয়া হয়েছে ছোট পোস্ট। তার কারণ যেভাবে বাইক গাড়ির গতি প্রতিনিয়ত বেড়ে চলেছে এই রাস্তার উপর এর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে চালকদেরকে যাতে বাঁচানো যায়। ‌সেদিকে লক্ষ্য রেখে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে উদয়পুর ট্রাফিক দপ্তর । এখন দেখার বিষয় কতটুকু প্রাণ রক্ষা হয় এই সড়কে সাধারণ মানুষের। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উদয়পুরবাসী ।

You may also like

Leave a Comment