Home » টাকারজলায় পথের বলি দুই যুবক

টাকারজলায় পথের বলি দুই যুবক

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই জনজাতি যুবক। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে টাকারজলা থানাধীন জাবরা পাড়ায়। মৃত দুই যুবকের নাম প্রহর দেববর্মা (১৮), বাবার নাম ক্ষীরত দেববর্মা বাড়ি বিশ্রামগঞ্জের লাটিয়াছড়া এবং জীবন দেববর্মা (২২) বাবার নাম কমল দেববর্মা বাড়ি গমন ঠাকুর পাড়া। গভীর রাতে বাইক নিয়ে যাওয়ার পথে এই দুই যুবক দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার পাশে একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের। রাতে স্থানীয়রা খবর দেয় টাকারজলা থানায়। খবর পেয়ে টাকারজলা থানার ওসি রথিন্দ্র দেববর্মা পুলিশ টিএসআর নিয়ে ঘটনা স্থলে ছুটে গিয়ে দুই যুবককে উদ্ধার করে টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দুই যুবকের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় । একই সাথে দুই তরতাজা যুবকের অকাল মৃত্যুতে লাটিয়াছড়া এবং গমনঠাকুর পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ঘন কুয়াশার কারণে বাইক আরোহী দুই বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে বলে পুলিশের অনুমান।

You may also like

Leave a Comment