Home » ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আলু বীজ বিতরণ

ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আলু বীজ বিতরণ

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কুমারঘাটে কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি এর উদ্যোগে ৪২.৫ টন আলু বীজ বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের সূচনা হয়।প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস।তাছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট এগ্রি স্ট্যান্ডিং কমিটি,জেলা পরিষদ সদস্য শুভ্রেন্দু দাস। কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মিলন কুমার,কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডঃ রতন দাস, পশু বিজ্ঞানী ডঃ চন্দ্রা দেববর্মা,অবসরপ্রাপ্ত কৃষি তত্ত্ববিধায়ক প্রতাপ চন্দ্র দাস প্রমূখ।ডক্টর রতন দাস উনার স্বাগত ভাষণে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে কৃষকদের জনমুখী কল্যাণের খতিয়ান এবং ভাবধারা তুলে ধরে বলেন,বিগত তিন বছরে ১৬ হাজার এরও বেশি কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের দ্বারা উপকৃত হয়েছেন।বিভিন্ন উন্নত মানের বীজ,আলুর বীজ,মাছের পোনা,হাঁস,মুরগি বাচ্চা ইত্যাদি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার কৃষকদের মানোন্নয়নের লক্ষ্যে বিবিধ কর্মসূচি নিয়ে গবেষণামূলক কর্মযজ্ঞে শামিল রয়েছে।তিনি আরো বলেন আলু চাষে কৃষকদের সহায়তা করার জন্য সঠিক সময়ে কৃষকদের মধ্যে বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।এই আলু বীজ কেন্দ্রীয় সরকারের সংস্থা আই.সি. এ.আর মাধ্যমে আনা হয়েছে।বিধায়ক ভগবান চন্দ্র দাস কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভূয়সি প্রশংসা করে বলেন কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষকদের মানোন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।রোগ প্রতিরোধে সহনশীল কুফরি,হিমালেনি এবং কুফরি জ্যোতি জাতের আলু বীজ বিভিন্ন রোগ থেকে সহনশীল এবং এই জাতের আলু বিতরণের ফলে কৃষকদের ফলন নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভের মুখ দেখবেন।
জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শুভ্রেন্দু দাস তার ভাষনে বলেন,বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার বিজ্ঞানীরা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয় এবং আগামী দিনেও কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কৃষকদের সহযোগিতা আহ্বান করেন। তিনি আরো বলেন কৃষিবিজ্ঞান কেন্দ্র সঠিক সময়ে সঠিক বীজ কৃষকদের হাতে তুলে দেওয়ায় কৃষকরা বরাবরই উপকৃত হয়ে আসছেন।এই বিতরন কর্মসুচি তে ঊনকোটি জেলায় ৪২.৫ টন আলু বীজ ৮৫০ জন আলু চাষীর মধ্যে বিতরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment