Home » এইডস দিবসে সচেতনতা রেলী কৈলাসহরে

এইডস দিবসে সচেতনতা রেলী কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ ১লা ডিসেন্বর বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এক অ্যাওয়ারনেস রেলী অনুষ্ঠিত হয় কৈলাশহরের রাজপথে।এই অ্যাওয়ারনেস রেলির মুখ্য উদ্দেশ্য হল রাজ্যে এইডস সংক্রমণ রুখতে জন সচেতনতা বৃদ্ধি করা।বর্তমানে ঊনকোটি জেলায় বিগত বছরগুলির তুলনায় এ বছর এইডস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে শিরা পথে মাদকদ্রব্য সেবন করার ফলে যুবসমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এইডস সংক্রমণ।তাই জন সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকের এই এওয়ারনেস রেলি করা হয়।আজকের এই অ্যাওয়ারনেস রেলিটি কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে এসে মিলিত হয়। আজকের এই সচেতনতা মূলক রেলিতে নেতৃত্ব দিয়েছেন চীফ মেডিকেল অফিসার ডাঃ শঙ্খ শুভ্র দেবনাথ,ডক্টর সন্দীপন ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেকে।আজকের এই সচেতনতা রেলিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে আশা কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment