প্রতিনিধি, বিশালগড় ।। রাজ্য জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে। এরই অঙ্গ হিসেবে জম্পুইজলা ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবার ঠেলাকুঙ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক তথা জম্পুইজলা বি এ সি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিডিও কমল দেববর্মা প্রমুখ। প্রতিটি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্প গুলো সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দিতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বেনিফিসিয়ারীদের হাতে তুলে দেয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর হাতে ঋণের মঞ্জুরীপত্র তুলে দেয়া হয়। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়া বলেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে অধিক গুরুত্ব দিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের আর্থসামাজিক বিকাশে কাজ করছে সরকার। একসময় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হতো। নেতাদের দুয়ারে ঘুরতে হতো। আজ সরকার পৌঁছে যাচ্ছে জনতার দুয়ারে। বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন একসময় রাজনীতির রঙ দেখে সরকারি প্রকল্পের সুবিধা বন্টন করা হতো। আজ কে কোন দলের সমর্থক তা বিচার করা হয়না। সবকা সাথ সবকা বিকাশ নীতিতে অন্তিম ব্যাক্তির কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রমে বিভিন্ন দপ্তর স্টল নিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা আমজনতার হাতে তুলে দেয়ার পাশাপাশি সচেতনতার কাজ করেন।
157
next post