Home » উদয়পুরে শুরু হয়েছে একদিনের বিকাশমেলা

উদয়পুরে শুরু হয়েছে একদিনের বিকাশমেলা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল উদয়পুর পৌরপরিষদ এলাকার প্রতিটি ঘরে সুনিশ্চিত করতে বিকাশ মেলা ও বিকশিত ভারত সংকল্প যাত্রা বিভিন্ন দপ্তরের সহযোগিতায় উদয়পুর পৌর পরিষদ ভিত্তিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১১ টায় উদয়পুর টাউন হলে । মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে তার শুভ উদ্বোধন করেন তথ্যও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস , পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ , মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ প্রমূখ । এদিন অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , প্রতি ঘরে সুশাসন মানে সরকারি প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ‌ । বিগত ২৫ বছরে এই ধরনের সুবিধা সাধারণ মানুষ হাতের কাছে কখনো পায়নি । বর্তমান রাজ্য সরকার এই ধরনের মেলাগুলি বিভিন্ন ব্লক থেকে শুরু করে পৌর এলাকা পর্যন্ত বিভিন্ন স্তরে ভাগ করে দিয়েছে যাতে করে সাধারণ মানুষ কাগজপত্র করতে পারে অতি সহজে তা সুবিধা নিতে পারে। এদিন মন্ত্রী বলেন , যেভাবে গ্রাম থেকে শহর এবং পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প গুলি খুব সমস্যায় বর্তমান সময়ে অতি সহজে পেয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার মহিলাদেরকে স্বশক্তিকরণের জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে । এরমধ্যে চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হয়েছে । এছাড়া রয়েছে নানা সুযোগ সুবিধা মহিলাদের জন্য । এদিন মন্ত্রীর হাত ধরে বিভিন্ন বেনিফিশারীদের হাতে মাছের পোনা থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি ও কৃষি সামগ্রী এবং উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে শুরু করে আরো নানা পরিষেবা হাতে তুলে দেওয়া হয়েছে। উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে এই বিকাশ মেলা কে কেন্দ্র করে বেনি ফিসারি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় উদয়পুর টাউন হলে ।

You may also like

Leave a Comment